বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলা বাজার কমিটির সহ-সভাপতি বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ রৌশন আলী আর নেই।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টায় উপজেলার জাতুকর্ণপাড়া নিজবাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি —- রাজিউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৮০ বছর।
রৌশন আলী’র মৃত্যুতে সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান, বানিয়াচঙ্গ উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পূর্ব ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ হাবিবুর রহমান গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
শুক্রবার(৩০ অক্টোবর) বাদজুম’আ জাতুকর্ণপাড়া ঈদগাহ জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।