অনলাইন ডেস্ক : ভারতীয় ক্রিকেটার হরভাজন সিং ও অভিনেত্রী গীতা বসরার বিয়ে সম্পন্ন হয়েছে। আজ পাঞ্জাবের জালানধার শহরের এক গুরুদোয়ারায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন ভারতীয় ক্রিকেট লেজেন্ড শচীন টেন্ডুলকার ও তার স্ত্রী অঞ্জলি। খবর পিটিআই’র
বিয়ের অনুষ্ঠানে হরভাজনের পরনে ছিল অফ-হোয়াইট শেরোয়ানী ও মাথায় লাল টার্বান। আর গীতা বসরা গায়ে জড়িয়েছিলেন লাল ও সোনালী রঙের ঐতিহ্যবাহী লেহেঙ্গা।
এদিকে, আগামী ১ নভেম্বর দিল্লিতে তাদের হাই-প্রোফাইল বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ক্রিকেটার যুবরাজ সিং ও বিরাট কোহলিসহ বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, গত পাঁচ বছর ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন ৩৫ বছর বয়সী ভারতীয় স্পিনার হরভাজন ও অভিনেত্রী গীতা বসরা।