হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ পৌরসভা শতভাগ স্যানিটেশনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। তবে জেলার স্যানিটেশন ল্যাট্রিন ব্যবহারকারীর হার ৮৩.০১ শতাংশ। শতভাগ স্যানিটেশনের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সরকারের পাশাপাশি ব্র্যাকসহ বিভিন্ন এনজিও কার্যক্রম পরিচালনা করে আসছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সবার জন্য স্যানিটেশন, নিশ্চিত হউক উন্নত জীবন’ শ্লোগন নিয়ে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে আলোচনা সভায় এই তথ্য জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রোকন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম চৌধুরী, সুজা উদ্দিন, রাজু আহমেদ, ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির অনুকুল চন্দ্র কর।
এর আগে উন্নয়ন সহযোগী টিম ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহায়তায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে বুধবার সকালে কোর্ট প্রাঙ্গনের নিম তলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।