বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ‘জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৫’ উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় ফের বিজয়ী হল পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়।
বুধবার দুপুরে উপজেলা সভাকক্ষে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
‘নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা ও জ্বালানি সংরক্ষন’ বিষয়ে এ বক্তব্য প্রতিযোগিতায় বাহুবল কলেজ, মিরপুর কলেজ ছাড়াও উপজেলার প্রায় সবকটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিযোগিরা অংশ নেয়।
ওই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে পুটিজুরী স্কুলের নবম শ্রেণির ছাত্র শেখ মহসীন আহমেদ।সে আগামী ৮অক্টোবর জেলা পর্যায়ে প্রতিদ্বন্ধিতা করবে |
অনুষ্টান শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফুল ইসলাম বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরন করেন।
এ অর্জনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কানুপ্রিয় চক্রবর্তী, বিজয়ী ছাত্র শেখ মহসীন আহমেদ ও স্কুলের বিতর্ক প্রশিক্ষক পংকজ কান্তি গোপ (সহকারী শিক্ষক) ও সংশ্লিষ্ট সকলকে এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন।