স্টাফ রিপোর্ট।। নবীগঞ্জ উপজেলার বাংলা বাজার রাজু সংগীত একাডেমীর পক্ষ থেকে এমপি মুনিম চৌধুরী বাবুকে সংবর্ধনা দেয়া হয়।
গতকাল নবীগঞ্জ উপজেলার বাংলা বাজার সংগীত একাডেমীর হল রুমে এ সংবর্ধনা দেয়া হয়।
রাজু সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা ও সভাপতি বাউল বিরহী রাজুর সভাপতিত্বে। ডাঃ ফখরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ বাহুবল ১ আসনের সংসদ সদস্য ও জেলা জাপার সভাপতি এমপি মুনিম চৌধুরী বাবু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক বিবিয়ানা নির্বাহী সম্পাদক মুরাদ আহমেদ, তত্ত্ব ও গবেষণা সম্পাদক শেখ সামছুল ইসলাম, জাতীয় পাটির নেতা আ:গফুর, মাছুম চৌধুরী প্রমুখ।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, রাজু সংগীত একাডেমীর মহিলা সম্পাদীকা বিরহী রিমা, বিরহী ফারজানা, বিরহী অলি, বিরহী রুবেল, বিরহী রেদুয়ান, বিরহী ঝুমা, বিরহী জলি, বিরহী জালাল, বিরহী নয়ন, ও বাশি বাদক মস্তাক প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, রাজু সংগীত একাডেমী একটি উন্মুক্ত প্রতিষ্ঠান এই একাডেমীর সংগীত চর্চা দেখে আমি মুগ্ধ। আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান আমি আপনাদের পাসে আছি। এসময় এমপি মুনিম চৌধুরী বাবু ১৫ হাজার টাকা বারদ্দ দেন।
ও একটি অল রাউন্ডার সার্টিফিকেট দিবে বলেন অঙ্গীকার করেন। অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন রাজু সংগীত একাডেমীর সভাপতি ও সকল সদস্যরা। অনুষ্ঠানের শেষের দিকে গান পরিবেশন করে সবাই মাতিয়ে তুলেন রাজু সংগীত একাডেমীর মহিলা সম্পাদীকা বিরহী রিমা।