শাহীন আহমেদ, শায়েস্তাগঞ্জ থেকে :-
প্রানবন্ত এক থিয়েটার আড্ডা অনুষ্টিত হয়েছে শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর দেশ মঞ্চে। রবিবার সকাল ১১টার আড্ডা শুরু হয়ে শেষ হয় বিকাল ৩টায়। থিয়েটার বিষয়ক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আড্ডায় অংশ নেন ” গাড়িওয়ালা” ছবির বিশষ্ট অভিনেতা ইমরান নুর, নাট্যকার নাহিদ হাসান, গ্রুফ ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমি, দেশ নাট্যগোষ্ঠী সহ সভাপতি জিতু আহমেদ মাখন, রাজু বিশ্বাস, সাধারন সম্পাদক হারুন সাঁই, যুগ্ম সম্পাদক মীর সজল, প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন, দপ্তর সম্পাদক কবি দেলোয়ার, সিনিয়র সদস্য ফারুক দেওয়ান, শামিম আহমেদ, আল আমিন, শাহীন আহমেদ, কবি জুসেফ হাবিব, জনি রানী দাসঁ, সিরাজুল ইসলাম, সুমন বীর প্রমূখ।