মশাহিদ আহমদ, মৌলভীবাজার: সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের সেবা প্রাপ্তি সহজ করণ, সরকারি কাজের স্বচ্ছতা আনয়ন এবং ডিজিটাল বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৭ ডিসেম্বর) এম সাইফুর রহমান অডিটোরিয়ামে ৩দিন ব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন হয়েছে।
সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা।
মৌলভীবাজার জেলা প্রশাসক মো: কামরুল হাসান এর সভাপতিত্বে ও রেডিও পল্লীকন্ঠের ষ্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক এটুআই প্রজেক্ট কবির বিন আনোয়ার।
বিশেষ অতিথি ছিলেন- মৌলভীবাজার পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ, মোহাম্মদ শহিদুল্লা অধ্যক্ষ মৌলভীবাজার সরকারী কলেজ।
অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা ইমরুল হাসান প্রমুখ।