অনলাইন ডেস্ক : সৌদি আরবে এক বছরে ৮৬ হাজার গৃহকর্মী কাজ ছেড়ে গৃহকর্তার বাড়ি থেকে পালিয়েছে। এক বছরে এতো গৃহকর্মীর কাজ ছাড়ার বিষয়টি তদন্ত করার আহ্বান জানিয়েছে সৌদির শুরা কাউন্সিল। পাশাপাশি ব্যর্থতার জন্য শ্রম মন্ত্রনালয়কে দায়ি করা হয়েছে।
দেশটিতে শ্রমিক স্বার্থ নিয়ে কাজ করা পক্ষগুলো গৃহকর্মীদের এই ব্যাপক হারে পালানোর জন্য কম বেতন ও নির্যাতনকে কারণ বলে দায়ী করে আসছে ।
দীর্ঘদিন ধরে বিশ্ব গণমাধ্যমে সৌদিতে গৃহকর্মী নির্যাতনের নির্মম চিত্র উঠে আসছে। নির্যাতিত গৃহকর্মীদের বেশিরভাগই নারী এবং এশিয় দেশগুলোর নাগরিক।
অভিবাসী শ্রমিকদের সঙ্গে মধ্যযুগীয় দাস সুলভ আচরণের কারণে সম্প্রতি ফিলিপাইন সৌদি আরবে গৃহকর্মী পাঠানো বন্ধ করে দেয়।