বাহুবল প্রতিনিধি : “ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেনটেটিভদের” বেতন, টিএ-ডিএ ও অন্যান্য ভাতা, চাকুরীর নিশ্চয়তা, ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন “ফারিয়া”কে সরকারী স্বীকৃতি, সাপ্তাহিক ছুটি সহ অন্যান্য সকল সরকারী ছুটি প্রদানের দাবীতে সারাদেশের ন্যায় বাহুবলে মানববন্ধন করা হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে বাহুবল উপজেলা “ফারিয়া”র সংগঠনের ব্যানারে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় ফারিয়া সভাপতি মো: নেছার আহমেদ টেনু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এক স্বারকলীপি প্রদান করা হয়েছে।