মোঃ রহমত আলী ॥ হবিগঞ্জের বানিয়চং উপজেলা সদর মিয়াখানী মোঃ আরফাত উল্লাহ লন্ডনী মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহম্মদ আলী মমিন, ৩নং বানিয়াচং সদর দক্ষিন-পূর্ব ইউ.পি চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ১০নং সুবিদপুর ইউ.পি চেয়ারম্যান মোঃ আবুল কাসেম চৌধুরী, মুক্তিযোদ্ধা ইউনুছ উল্লাহ, মাওলানা আবদাল হোসেন খান।
উল্লেখ্য লন্ডনী ভাওচারে মহাগ্রাম বানিয়াচং এর যে দু’চার জন ইংল্যন্ড গিয়েছিল তন্মধ্যে আরফাত উল্লাহ অন্যতম।
শুক্রবার দিবাগত রাত ১০টা ৩৫ মিনিটে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল (ইন্না…….রাজিউন) করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ১শত ১৫ বছর।
মৃত্যুকালে তিনি ০১ স্ত্রী, ০৮ ছেলে,০২ মেয়ে, ৩৯ জন নাতি, ২৫ জন নাতীন সহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।