বিশেষ প্রতিনিধি : শারদীয় দুর্গাপুজা উপলক্ষে শায়েস্তাগঞ্জ রাধা কৃষ্ণ মন্দিরে আলোচনা সভা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
২২শে অক্টোবর বৃহস্পতিবার রাত্রে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধা কৃষ্ণ মন্দিরের সভাপতি ও সাবেক জেলা জজ রনবীর পাল চৌধুরী। প্রভাষক জালাল উদ্দিন রুমির পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সদর উপজেলার নির্বাহী অফিসার আশফাকুল হক চৌধুরী, রনজিতাগিরি মহারাজ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবু অশোক মাধব রায়, চুনারুঘাট পৌরসভার মেয়র শামছুদ্দিন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব প্রমুখ।
আলোচনা সভা শেষে শায়েস্তাগঞ্জ অতিথি বৃন্দ বিজয় প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে শায়েস্তাগঞ্জ থিয়েটারের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।