সৌদি আরব প্রতিনিধি : সৌদি আরব জেদ্দা মহানগর বিএনপির অর্ন্তগত ডঃ সোলায়মান পাখি হাসপাতাল, কিলো তামানিন, সারে ছিত্তিন অঞ্চল শাখার যৌথ শাখার উদ্যোগে সদ্য অনুমোদন প্রাপ্ত সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক আহমেদ আলী মুকিব ও সদস্য সচিব নজরুল ইসলামসহ আহ্বায়ক কমিটির অন্যন্যা সম্মানিত সদস্যবৃন্দকে গণ-সংবর্ধনা দিয়েছে সৌদি আরব কিলো তামানিন, সারে ছিত্তিন অঞ্চল ।
এসময় উপস্থিত ছিলেন সৌদি আরব জেদ্দা মহানগর বিএনপি সভাপতি কেফায়েত উল্লা চৌধুরী, জেদ্দা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তপন ও জেদ্দা মহানগন বিএনপির যুগ্ম-সম্পাদক গোলাম মোস্তাফা কুটিসহ অনেকেই।