জুয়েল চৌধুরী ,হবিগঞ্জ:হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার শৈলাগাঁও গ্রামে জমি দখল নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে বাড়ি-ঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের তনজ উল্লার সাথে আতিকুরের দীর্ঘদিন ধরে বেশকিছু জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে শুক্রবার সকাল ৮টায় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দীর্ঘ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গুরুতর আহত অবস্থায় আতিক উল্লা (৭০), নবাব উল্লা (৬৫), খলিল (৩৫), ফজল মিয়া (২৫), খোকন (৩৫), লেবু মিয়া (৪৫), পলাশ (২০), মিজানুর রহমান (২২), জয়নাল (১৯), বিলাল মিয়া (২৫), শামীম মিয়া (২০), খুর্শেদ মিয়া (২২), বাছিরুল (৩০), আবির হোসেন (৫৮) ও শাবান মিয়া (৪৮) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।