খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারে সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতিকরণ এবং সম্পৃক্তকরণের লক্ষে গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (চুনারুঘাট-মাধবপুর)-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী সোঃ আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিজ্ঞ পিপি এম আকবর হোসেন জিতু, এসিল্যান্ড তন্ময় ইসলাম, উবাহাটা ইউপি সাবেক চেয়ার্যান মোতাব্বির হোসেন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্তকর্তা মোহাম্মদ মাশুদুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার শামছুল হক, প্রেসক্লাবের কোষাধক্ষ মোস্তাক আহাম্মদ তরফদার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক জেলা তরুনলীগের যুগ্ন আহবায়ক এডঃ আহাম্মদ আলী, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সেক্রেটারী সাইফুল আলম রুবেল, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহাজান চৌধুরী প্রমুখ।