বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ-সিলেট জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সবার সুখ দুঃখের সাথী হতে রাজনীতি করছি।
সকল প্রকার লোভ লালসা ত্যাগ করে তৃণমূলের উন্নয়নে কাজ করে যাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপে নির্বিঘ্ন শারদীয় দূর্গাপূজা পালন করছেন হিন্দু ধর্মের লোকেরা। তাদের এ আনন্দ উপভোগ করতে এসেছি।’
বৃহস্পতিবার (২২অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত বাহুবল উপজেলার চিচিরকোর্টের সন্নাসীপাড়া, কামাইছড়া চা-বাগান, আমতলী চাবাগান, বৃন্দাবন চা-বাগান, বালুছড়াসহ বিভিন্ন চা-বাগানের পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।