চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটের পৌর শহরের একটি বাসাতে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার ভোরে পৌর শহরের বড়াইলস্থ এলাকার সাবেক মেয়র মোহাম্মদ আলীর বাড়িতে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লেগে বসতঘরের ফ্রিজ, টিভি ও আসবাবপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
খবর পেয়ে হবিগঞ্জের ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।