নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ: হবিগঞ্জ শহর থেকে দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হল শহরের ইনাতাবাদ গ্রামের ফটিক মিয়ার পুত্র মিশু (১৮) ও ধুলিয়াখাল গ্রামের আব্দুন নুরের পুত্র আব্দুল হাই (২৫)।
মঙ্লবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ইনাতাবাদ থেকে মিশু মিয়াকে এবং ধুলিয়াখাল থেকে আব্দুল হাইকে আটক করা হয়।
পুলিশ জানায় তাদের বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামার অভিযোগ রয়েছে।