মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে:
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাও-সুহিলপুর গ্রাম উন্নয়ন সমিতির কার্যক্রম পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি সমিতির সদস্যবৃন্দদের সাথে এক সুধি সমাবেশে মিলিত হন। স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদের সভাপতিত্বে ও উপজেলা একটি বাড়ী একটি খামারের সমন্ময়কারী দিবাংশু রঞ্জন রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য আব্দাল মিয়া, রতনপুর একটি বাড়ী একটি খামার সমিতির সভাপতি মোঃ আছকর আলী বাহার, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ আফজল মিয়া, একটি বাড়ী একটি খামারের ফিল্ড অফিসার মোস্তাক আহমেদ চৌধুরী, নুপুর রায়, সমিতির সদস্য অজুদ মিয়া, মছদ্দর মিয়া, বিধান ভুষন দাশ, শেলি বেগম, শাকিরুন বেগম প্রমুখ। এ সময় জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সমিতির সদস্য শিল্পি বেগম ও শাকিরুন বেগম।