ইন্টারনেট ডেস্ক : বাহরাইনের মানামার বাঙালি গলির কাছ থেকে মোহাম্মদ বাবলু মিয়া (২৮) আল হামালা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবলু মিয়া হবিগঞ্জের বানিয়াচং থানার পশ্চিম বিটংগল এলাকার নাজারপুর গ্রামের মোহাম্মদ হেলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) মানামা সেন্টারের বাঙালি গলির বিপরীত পাশের একটি ভবনের দ্বিতীয় তলার নিজ কক্ষ থেকে মোহাম্মদ বাবলু মিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নাঈম থানা পুলিশ।
উল্লেখ্য, মানামায় নিহত মোহাম্মদ বাবলু মিয়ার ব্যপারে নিহতের আত্মীয়-স্বজন ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, বাবলু মানামার বাঙালি গলির কাছের একটি কক্ষে নয়জনের সঙ্গে থাকতেন। সকালে রুমের অন্যরা কাজে যাওযার সময় তিনি একা অবস্থান করছিলেন।
বিকেলে তারা কাজ থেকে ফিরে বাবলু মিয়াকে রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় থানায় খবর দেন।
পরে পুলিশ ও বাংলাদেশ দূতাবাসের জনকল্যাণ কাজে নিয়োজিত প্রতিনিধি তাজ উদদীন এসে তার মরদেহ উদ্ধার করে।
বাবুল মিয়ার মরাদেহ সালমানীয়া মেডিকেল কমপ্লেক্স হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সুত্রঃ বাংলা নিউজ ২৪