চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের হারাজুরা গ্রাম থেকে শাওন নামের এক বছরের শিশুকে উদ্ধার করে তার মায়ের কুলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে এএসআই কবীর উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের কামাল মিয়ার বাড়ী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত মিয়াধন মিয়ার কন্যা মোছাঃ লাভলী বেগমকে বিয়ে করে চুনারুঘাট উপজেলার হারাজুরা গ্রামের আইয়ূব আলী পুত্র কামাল মিয়া। তাদের কুল জুড়ে আসে শিশুপুত্র শাওন। বিয়ের পর থেকে নানা কারণে লাভলীর সাথে দ্বন্দ্ব দেখা দেয় কামালের। ইতিমধ্যে কামাল এক বছরের শিশুপুত্র শাওনকে রেখে লাভলীকে বাড়ী থেকে তাড়িয়ে দেয়। লাভলী তার শিশুপুত্র শাওনকে পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের করে। আদালত শিশুপুত্রকে উদ্ধার করে তার মায়ের কুলে ফিরিয়ে দেয়ার নির্দেশ দিলে পুলিশ শাওনকে উদ্ধার করে। গতকাল রাতে শিশুপুত্রকে পেয়ে গৃহবধূ লাভলী সনে-াষ প্রকাশ করেছে।