হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার সদর থানাধীন সুঘর গ্রামে অভিযান চালিয়ে সুঘর জমিদার বাড়ি থেকে কয়েক’শ বছরের পুরনো প্রায় কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে র্যাব।
রোববার সন্ধ্যায় র্যাব-৯ এর সদর দপ্তরের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে
বিজ্ঞপ্তিতে সহকারি পরিচালক এএসপি মাঈন উদ্দিন চৌধুরী জানান, অভিযানকালে আলী হোসেন (৫৬) নামক একজনকে আটক করা হয়েছে। আটককৃত আলী হোসেন হবিগঞ্জের সদর থানার বনগাঁও গ্রামের নুর হোসেনের ছেলে।
মেজর এসএএম ফখরুল ইসলামের নেতৃত্বে রোববার বিকেলে শিবলিঙ্গটি উদ্ধার ও আলীকে আটক করা হয় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মাঈন উদ্দিন চৌধুরী আরো জানান, আলী হোসেন জমিদার বাড়ি থেকে মূল্যবান এই কষ্টি পাথরের শিবলিঙ্গ চুরি করেছিল। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলী জানিয়েছে, এসব পুরাকীর্তি একটি সংঘবদ্ধ দলের মাধ্যমে বিদেশে পাচার করতো তারা।