বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে রোববার উপজেলা বন্ধবন্ধু শিশু-কিশোর মেলার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
জেলা বন্ধবন্ধু শিশু-কিশোর মেলার সদস্য ছিদ্দেক আলীর সভাপতিত্বে ও উপজেলা বন্ধবন্ধু শিশু-কিশোর মেলার সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক শফিকউদ্দিন স্বপন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ডাঃ বিভাংশু গুন বিভু, রাসেল আহমদ, জামাল উদ্দিন, সুহেল খান, ছালিক মিয়া, মিয়াদ মিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সহ সভাপতি বদরুল ইসলাম মহসিন।
এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল ইসলাম সুফী, আওয়ামী লীগ নেতা আবদুর রুফ, আরন আলী, সালাম মিয়া, শাখাওয়াত হোসেন, সাহিদুর রহমান, মিজানুর রহমান, যুবলীগ নেতা জাবেদ মিয়া, মধু মিয়া, জুয়েল আহমদ, লিটন মিয়া, শিহাব উদ্দিন, পারভেজ আহমদ, লাল মিয়া, পিযুষ, সেচ্ছাসেবক লীগ নেতা আছাব আলী, দিলাল আহমদ, মিছির আলী প্রমুখ উপস্থিত ছিলেন।