মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নতি হলেও জনবল সংকটের কারণে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বাড়েনি সেবার মান। বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ অনেকগুলো পদ শূন্য রয়েছে। হাসপাতালে ডাক্তারের ২১টি পদের মধ্যে ১৩ জন থাকলেও ২ জনকে সিভিল সার্জনের মৌখিক নির্দেশে জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে। জনবল সংকটের নামে হাসপাতালের নতুন ভবনে শিশু ওয়ার্ড অপারেশন থিয়েটার চালু করা যাচ্ছে না। ফলে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে মারাত্নক ভাবে।
দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনিশিয়ান (ল্যাব) ৩ জন, এক্সরে ১ জন, ফার্মাসিস্ট ২ জন, নিরাপত্তা প্রহরি ১ জন, বাবুর্চি ১ জন ও নার্স ৭ জনের পদ শূন্য রয়েছে। বিশেষ করে ল্যাব ও এক্স-রে বিভাগে কোনো লোক না থাকায় এক্সরে, রক্ত, ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বাইরের ডায়াগনস্টিক থেকে করতে হয়।
এছাড়া প্রধান সহকারী, হিসাব রক্ষক ও ক্যাশিয়ার ডেপুটেশনে জেলা সদরে অবস্থান করছেন অথচ তারা বেতন নিচ্ছেন মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। হাসপাতালে পানির লাইনে ত্রুটি থাকায় বিশুদ্ধ পানি পাচ্ছে না রোগীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জুনিয়র কনসালটেন্ট সার্জারি, মেডিসিন, অ্যানেস থেসিয়া, শিশু, কার্ডিলজি, চক্ষু, ইএনটি, চর্ম ও যৌন, সহকারী সার্জন ৪ জন এবং ডেন্টাল সার্জন ১ জন পদসহ ২১টি পদের মধ্যে মাত্র ১৩ জন কর্মরত রয়েছে। শুন্য পদ রয়েছে ৮টি। এর মধ্যে জুনিয়র কনসালটেন্ট শিশু, আশফাক আহাম্মেদ কাগজে পত্রে মাধবপুর হাসপাতালে কর্মরত থাকলেও তিনি শুধু বুধবার মাধবপুর হাসপাতালে হাজিরা খাতায় স্বাক্ষর করে প্রতি মাসে এই হাসপাতাল থেকে বেতনসহ অন্যান্য সুবিধা ভোগ করছেন।
হবিগঞ্জ সদর হাসপাতালে এতদিন দায়িত্ব পালন করলেও বর্তমানে ছুটিতে বিদেশ রয়েছেন। জুনিয়র কনসালটেন্ট শিশু ডাক্তার আশফাক আহাম্মেদ না থাকায় মাধবপুরে শিশু ওয়ার্ডটি আজ অবধি চালু করা সম্ভব হচ্ছে না। নতুন ভবন নির্মাণের পর থেকে এখন পর্যন্ত শিশু ওয়ার্ডটি তালা বন্ধ রয়েছে। হাসপাতালে দাঁতের চিকিৎসার জন্য দামি যন্ত্রপাতি থাকলেও দন্ত চিকিৎসক না থাকায় এগুলো এখন অযন্ত্রে অবহেলায় নষ্ট হচ্ছে। হাসপাতালে নার্সের পদ সংখ্যা ১৪টি। এর মধ্যে কর্মরত রয়েছে ৭ জন। নতুন ভবনে গর্ভবতী মহিলাদের সিজার, অপারেশনের আধুনিক সুবিধা থাকা সত্ত্বেও সার্জারি ও অ্যানেসথেসিয়া ডাক্তার এবং নার্স না থাকায় অপারেশন থিয়েটার কক্ষটি কার্যত তালা বন্ধ রয়েছে।
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. নাসিরউদ্দিন ভূইয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।