চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ক্রিকেট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সন্ধায় চুনারুঘাট পৌর শহরের সোনার বাংলা হোটেলের ২য় তলা অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি নুরুল ইসলাম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী খোকনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
সভায় সর্বস্মতিক্রমে মাজেদুল হুসাইন লুবনকে আহবায়ক, জুবায়ের আলম জুয়েলকে সদস্য সচিব, মিজানুর রহমান সেলিম, বোরহান উদ্দিন তালুতদার বাদল, জয়নাল হোসেন রিপন, জুনাঈদ, এসএম সোহাগ, সাইদুর রহমান রাসেল, মাইদুল ইসলাম, সাজিদুল ইসলাম ও ইফতেখারুল আলম রিপনকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় আহ্বায়ক কমিটিকে ৩ মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটির করার জন্য বলা হয়।