নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ চেয়ারম্যান আবাসিক হোটেলে থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৪ যুবক-যুবতী আটক করা হয়েছে ।
শুক্রবার সন্ধ্যা ৬টার সময় শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকুল আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই হোটেলের রুম থেকে ৪জনকে আটক করেছে ।
আটক কৃতরা হলো – মো: সোহাগ মিয়া(২২),পিতা –ইদ্রিস আলী,গ্রাম- পুরাসুন্দা ,শায়েস্তাগঞ্জ ।রিজবী আক্তার(১৬),পিতা-মৃত আব্দুল মালেক,গ্রাম- উমেদ নগর হবিগঞ্জ।আব্দুল হান্নান(২২),পিতা-আব্দুল রউফ,গ্রাম- আহমদপুর চুনারুঘাট। সাজেদা খাতুন লিজা(১৮),পিতা-মিজানুর রহমান,গ্রাম-চৌমুনি মাধবপুর । ইতোপূর্বে বেশ কয়েকবার এই হোটেল থেকে যুবক যুবতীকে আটক করা হয়েছে।