নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মালিকানাধীন পুকুর থেকে পর্যায়ক্রমে ১০ লাখ টাকার মাছ চুরি হয়েছে। আবারও চুরি করতে এসে জালসহ আটক হয়েছে দুই চোর।
শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ওই পুকুর লিজ নিয়েছেন শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের সোনাই মিয়ার ছেলে কছির মিয়া।
তিনি জানান, এর আগে কয়েক দফায় এ পুকুর থেকে প্রায় ১০ লাখ টাকার মাছ চুরি হয়েছে।গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে আবারও মাছ চুরি করতে আসে চোরের দল। এ সময় স্থানীয় লোক নিয়ে তিনি বানিয়াচং উপজেলার আমীরখানীর জাহের আলীর ছেলে মরম আলী (২২) ও একই এলাকার মাহমুদ আলীর ছেলে আকবর আলীকে (২৭) জাল, মাছ বহণের উপকরণসহ আটক করেন।
পরে শায়েস্তাগঞ্জ থানায় খবর দেওয়া হলে এসআই সামীউল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।