বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : বাংলার কৃতি পুরুষ মরমী কবি হাছন রাজা শিল্পকলা একাডেমী নাম পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদে আজ শুক্রবার বিশ্বনাথে প্রতিবাদ সভার ডাক দিয়েছে বাংলাদেশ বাউল কল্যাণ ফেডারেশন ও সিলেট হাছন রাজা সংগীত পরিষদ।বিকেল ৩টায় বিশ্বনাথ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ সভা অনুষ্ঠিত হবে। প্রতিবাদ সভায় বিশ্বনাথের সর্বস্থরের সবাইকে উপস্থিত থাকার জন্য ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।