হবিগঞ্জ: হবিগঞ্জ উন্নয়নের রূপকার জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির ও গুনীজনদের সংবর্ধনা দিয়েছে জেলা যুবলীগ।
বৃস্পতিবার রাত ৮টার দিকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমমি।
এর আগে বিকাল ৪টার দিকে হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা যুবলীগ আয়োজিত যুব সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম।
সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহু উদ্দিন সিরাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকে আব্দুল মজিদ খান এমপি, যুবলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর আলম শাহীন।
বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আরব আলী, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, মশিউর রহমান শামীম, পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর টিটু, সাধারণ সম্পাদক ও চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, জেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রাজু, জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ন কবির রেজা, সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগ নেতা ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ও জেলা ছাত্র লীগ সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী প্রমুখ।