মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পানিতে ডুবে জুনাকি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোয়ালনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুনাকি শুকুর মিয়া কন্যা। সে গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
স্থানীয় ইউপি মেম্বার মোঃ লাফু মিয়া জানান, প্রতিদিনের ন্যায় জুনাকি নদীতে গোসল করতে নামলে অজান্তেই নদীর গভীরে চলে যায়। এসময় অন্যান্য শিশুরা দেখতে পেয়ে তার বাড়ীতে খবর দেয়।
পরে তাকে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।