হবিগঞ্জ:হবিগঞ্জ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার হবিগঞ্জ শহরের থানা ক্রস রোড ও আধুনিক হাসপাতাল এলাকায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা, ফুটপাতের দোকান ও ভাসমান দোকান উচ্ছেদ করা হয়েছে।
গত ১১ অক্টোবর অনুষ্ঠিত জেলা আইন-শৃংখলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ প্রশাসন ও পৌরপ্রশাসনের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন।
সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মেহদী হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত থানা ক্রস রোড ও আধুনিক সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ মাহবুবুল হক হেলাল, মোঃ আব্দুল আউয়াল মজনু, পৌর সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, হবিগঞ্জ মডেল থানার এসআই একেএম রাসেল, পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস প্রমুখ।
নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মেহদী হাসান বলেন এ অভিযান অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।