নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে : ঢাকার গাজীপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মহাসমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে শনিবার বিকালে বিক্ষোভ সমাবেশ করেছে নবীগঞ্জ ২০ দলীয় ঐক্য জোট।
দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে বিশাল সমাবেশ অনুষ্টিত হয়েছে।
উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও যুবদল সভাপতি এটিএম সালামের সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান অলির পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, পৌর জামায়াতের আমীর সাইদুল হক সাদিক।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুবরাজ গোপ, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, আব্দুল বাকির চৌধুরী এমরান, মিজানুর রহমান, সোহেল আহমদ চৌধুরী রিপন, আব্দুর রকিব, আব্দুল বাছিত রাসেল, আব্দুল মুকিদ, হারুনুর রশীদ হারুন, আব্দুল আলীম ইয়াসিনী, মনর উদ্দিন, মিজানুর রহমান জুয়েল, আবুল কালাম মিঠু, খালেদ আহমদ, জিয়াউল ইসলাম, আলা উদ্দিন, নুরুল আমীন, মীর বাচ্চু, আব্দুস ছুবান, আকবর আলী, মেহেদী হাসান জসিম, মাওঃ রোমন আহমদ, জিতু মিয়া প্রমূখ।
সমাবেশে বক্তাগণ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গাজীপুরে সমাবেশ করতে না দিয়ে সরকারের বাকশালী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এই সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা চালু করেছে। তারা বিরোধের শীর্ষ নেতৃবৃন্দসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদেরকে হামলা-মামলা করে হয়রানী করে আসছে। বক্তাগণ আটককৃত নেতাদের মুক্তি দাবী করেন।