৪ থেকে ৭ ফ্রেব্রুয়ারি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ক্রিকেট লীগে প্রতিদিন খেলা শেষে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে। আর এতে অংশ নেয়ার কথা রয়েছে বলিউড তারকা সালমান খানের। এছাড়াও এ আয়োজনে ভারত থেকে অংশ নিতে পারেন থেকে অক্ষয় কুমার, অজয় দেবগন, সানি লিওন, সোনাক্ষি সিনহা। অন্যদিকে বাংলাদেশ থেকে থাকবেন চিত্রনায়ক শাকিব খান ও ফেরদৌস।
সেলিব্রেটি ক্রিকেটলীগে ব্যবসায়িক অংশীদার ও মিডিয়া পার্টনার হিসেবে থাকবে এটিএন বাংলা। এ উপলক্ষে শুক্রবার বিকালে এটিএন বাংলা কার্যালয়ে ভাসাভি ক্রিকেট ক্লাব এবং এটিএন বাংলার মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং ভাসাভির চেয়ারম্যান কামাল জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
সেলিব্রেটি ক্রিকেট লিগে প্রাথমিকভাবে বাংলাদেশ দলে খেলবেন নোবেল, শুভ্র দেব, আমিন খান, নিরব, ইমন, তাহসান। ভারতীয় দলে থাকবেন সুনীশ শেঠী, ববি দেওল, শান, আজহারউদ্দিন, মোঃ কাইফ, অজয় জাদেজা এবং পাকিস্তান দলে থাকবেন আতিফ আসলাম, আলী জাফর, স্ট্রিং ব্রাদার্স, শোয়েব আক্তার, ইমরান আব্বাস এবং শোয়েব মালিক।