চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুনারুঘাট পৌরসভার ১ম নির্বাচিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর ১ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৪টায় পৌর শহরের দিদার কমিউনিটি সেন্টারে ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের যৌথ উদ্যোগে স্বরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
পৌর যুবদলের সভাপতি আঃ হামিদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ সামাদ মাস্টার, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, সাবেক ছাত্রদল সভাপতি মীর সিরাজ, কাউন্সিল আঃ জলিল।
বিএনপি নেতা আজিজুর রহমান কাজল, ফজলুর রহমান খালেদ, গিয়াস উদ্দিন, উপজেলা কৃষক দল সভাপতি মোঃ মানিক মিয়া, পৌর শ্রমিকদলের সভাপতি ইঞ্জিনিয়ার আঃ করিম সরকার, সাধারণ সম্পাদক আমির আলী লস্কর হেলাল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আঃ আউয়াল, সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল মিয়া, যুবদলনেতা মীর ফজল আলী, কাজল, রাসেল তালুকদার, কাউছার, সুমন, তাউছ, আঃ আলী, টেনু, পৌর কৃষকদল সভাপতি আইয়ুব আলী, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম – আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, যুগ্ম-আহ্বায়ক মঈনুল হাসান চৌধুরী সৌরভ, চুনারুঘাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফখরুল হাসান মুহিত, শাহপরান তালুকদার অলি, কামরুল হাসান মাসুম, শফিক মিয়া, জমির আলী, শাহনুর আলী খাঁন, শাহনেওয়াজ, শরিফ, জালাল খাঁন, তপু, সুজন, চয়ন, সোহাগ, সাইফুল, প্রয়াত মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর জৈষ্ঠ্যপুত্র শাহ্ ইসতিয়াক আহমেদ কৌসিক প্রমুখ। মিলাদ পরিচালনা করেন উলামাদলের আহ্বায়ক মাওঃ আবুল কাশেম ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাওঃ হুসাইন আহদ লস্কর।