বাহুবল প্রতিনিধি ঃ বাহুবল উপজেলার কাশিপুর প্রকাশিত শংকরপুর গ্রাম থেকে প্রেমিক-প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে বাহুবল মডেল থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ও এএসআই সত্যজিৎ দাসের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।
জানা যায়, হিলালপুর গ্রামের চেরাগ আলীর কন্যা আছিয়া আক্তার সোমা (২৭) এর বিয়ে হয় ডুবাঐ গ্রামের প্রবাসী ফারুক মিয়ার সাথে। বিয়ের ১০ বছর পেরিয়ে গেলেও কোন সন্তানাদি জন্ম নেয়নি। স্বামী ফারুক বিদেশ চলে যাওয়ার সুযোগে আত্মীয়তার সুবাদে পরিচয় ঘটে কাশিপুর গ্রামের আব্দুস সহিদের সাথে। পরিচয় থেকে তাদের মধ্যে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শহিদের স্ত্রী সেলিনা পরকিয়ায় বাধা দিলে সহিদ তাকে নির্যাতন করতে থাকে। স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেতে সেলিনা চলে যায় বাবার বাড়ি। সেলিনাকে নির্যাতনের দায়ে তার ভাই অনু মিয়া বাদী হয়ে সহিদ ও তার পরিবারের লোকজনসহ সোমাকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন।
অপরদিকে, সোমা স্বামীর বাড়ির সোনার গহনা নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়। পরে ফারুকের মা আমিনা খাতুন বাদী হয়ে সহিদ ও সোমাকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। মামলার পর থেকে সোমা ও সহিদ পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল বুধবার রাতে পরকীয়া প্রেমিক সহিদের বাড়িতে পুলিশের জালে আটকা পড়ে সহিদ ও সোমা।