মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে বিজিবি অভিযান চালিয়ে একটি সিএনজি সহ ভারতীয় ১০ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করেছে। বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান,বোধবার বিকাল ৪ টায় বিজিবি ধর্মঘর সীমান্ত ফাঁিড়র সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিজিবি টহল দল উপজেলার কালিকাপুর -ধর্মঘর আঞ্চলিক সড়কে একটি সিএনজি হবিগঞ্জ-থ-১১-৫৪৬০ ধাওয়া করলে সিএনজি চালক পালিয়ে যায়। ওই সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪টি ভারতীয় টায়ার বেষ্টনী মধ্য থেকে ১০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করেন।
এ ব্যাপরে সুবেদার আবু হানিফ বাদী হয়ে সিএনজি সহ মাল গুলো চুনারুঘাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। সিএনজি সহ মোট মালের মূল্য নির্ধারন করা হয়েছে ৭ লক্ষ ৩৫ হাজার টাকা।