নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামে বিগত ৩০ সেপ্টেম্বর গভীর রাতে অন্যের দখলীয় ভুমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘটিত রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনার মামলায় আরিফ মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কানাইপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা কালে সে বাদী পক্ষের সামছু মিয়া নামের একজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ দল দৌড়ে পুকুর থেকে আটক করে। গ্রেফতারকৃত আরিফ ওই গ্রামের বারিক উল্লার ছেলে। আহত সামছু মিয়াকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে আসামী পক্ষের লোকজন প্রতিপক্ষকে ফাসাঁনোর জন্য তাদের পরিবারের যে কেউকে খুন করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ রয়েছে। ফলে বাদী আসাম উল্লা ও তার লোকজন চরম আতংকের মধ্যে রয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামের মৃত জহুর উদ্দিনের ছেলে আসাম উদ্দিন দীর্ঘদিন ধরে কেলী কানাইপুর হেলি প্যাড মাঠ সংলগ্ন এক খন্ড ভুমি ভোগ দখলে আছেন। গত ৩০ সেপ্টেম্বর গভীর রাতে আসাম উদ্দিনের দখলীয় বিরোধীয় ভুমিতে আব্দুল বারিক তার লোকজন নিয়ে ঘর নির্মাণ করতে যায়। খবর পেয়ে আসাম উদ্দিন ও তার লোকজন বাধাঁ দিলে উভয় পক্ষের মধ্যে গভীর রাতে উক্ত রক্তক্ষয়ী সংর্ঘষ বাঁেধ। এতে কমপক্ষে ১০ আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং দু’জনকে আটক করে থানায় নিয়ে আসেন। পুলিশ আটককৃতদের ৫৪ ধারায় কোর্ট হাজতে প্রেরন করেন । এ ঘটনায় উভয় পক্ষে পৃথক মামলা দায়ের করেন। গতকাল বুধবার দুপুরে পুলিশ আসাম উদ্দিনের মামলায় আব্দুল বারিকের ছেলে আরিফ মিয়া (৩২)কে গ্রেফতার করে। এছাড়া প্রতিপক্ষ বারিক উল্লার লোকজন প্রভাবশালী ও দাঙ্গাবাজ হওয়ায় মামলা করেও বিপাকে পড়েছে আসাম উদ্দিন ও তার লোকজন। অনাগত হুমকী ও মিথ্যা মামলার ভয়ভীতি চেষ্টা প্রদর্শন করে আসছে বারিক উল্লা গংরা।
এদিকে বারিক উল্লার ছেলেকে গ্রেফতারের পর পরই বারিক উল্লার ভাই লেবা মিয়া এলাকায় হুংকার দিয়ে বলে বেড়াচ্ছে আসামগংদের ফাসাঁতে প্রয়োজনে তাদের পক্ষের যে কেউকে খুন করে মামলা দিবে। এমন অভিযোগ করেছেন আসাম উল্লা ও তার লোকজন। অন্যদিকে আসাম উল্লা নিয়মিত মামলার পাশাপাশি প্রতিপক্ষের অত্যাচারের ভয়ে বিজ্ঞ আদালতে ১০৭ ধারায় অপর একটি মামলা দায়ের করেছেন।