হবিগঞ্জ প্রতিনিধি : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলার চার্জশিট গ্রহণ করে বিচারের জন্য হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণের নিদের্শ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবির এ নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ জানান, আদালত মঙ্গলবার মামলার চার্জশিট গ্রহণ করে জামিনপ্রাপ্ত ৭ আসামির হাজিরা মঞ্জুর করেন এবং বিচারক মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, আগামী ১২ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। চার্জশিটে ৩২ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের পৌর মেয়র জিকে গউছসহ ১৫ জন কারাগারে, ৮ জন নিয়মিত জামিনে ও ৯ জন পলাতক রয়েছেন।
উল্লেখ, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় কিবরিয়াসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন। হত্যা মামলাটি বর্তমানে সিলেটে বিচারাধীন আছে।