মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের মোঃ আব্দুল জলিলের পুত্র কুখ্যাত ডাকাত সুমন মিয়া (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই সামস্ -ই তাব্রীজ মঙ্গলবার ভোর রাতে সিএনজি চুরি ও ডাকাতির অভিযোগে উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে খাকে গ্রেফতার করে ।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাধবপুর সহ বিভ্ন্নি থানায় একাধিক ডাকাতি,চুরি,ছিনতাই,মামলা রয়েছে।অপর দিকে মাধবপুরে কুখ্যাত ডাকাত তাউছ মিয়া (৩৮) কে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস, আই) শহীদ -উল্যা (পিপিএম) তেলিয়াপাড়া চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাউছ মিয়া ওই এলাকার বাগবাড়ী গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্বে চুরি, ডাকাতি, ছিনতাই সহ অসংখ্য থানায় মামলা রয়েছে। সুমন মিয়া ও তাউছ মিয়া কে মঙ্গলবার সকালে পুলিশ হবিগঞ্জ কোর্টে সোপর্দ করেন।