প্রেস নিউজ ঃব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা বিওপির টহল কমান্ডার নায়েক শ্রী পরিতোষ দাস এর নেতৃত্বে আখর সীমান্ত এলাকা হতে অদ্য রাত আনুমানিক ১০০০ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৯১ বোতল হুইস্কি ও বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল ও ০২টি অটো রিক্সা আটক করা হয়।
১২ বর্ডার গার্ড এর সদস্যরা গোপন তথ্যের ভিত্তিত্বে সীমান্ত এলাকা হতে আসা বিভিন্ন যানবাহন তল্লাশী করা হলে পিছন দিক হতে অটোরিক্সা রেখে আসামীরা মালামাল রেখে পালিয়ে যায় এবং সেখান হতে বিজিবি ৪৯১ বোতল হুইস্কি ও ০২ টি অটো রিক্সা সহ বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটক করে ।
কুমিলা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজররুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে ৪৯১ বোতল হুইস্কি ও ০২ টি অটো রিক্সা ও বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন।