বদরুল আলম চৌধুরী।। হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকার নারী মুক্তিযোদ্ধা,এসিডদগ্ধ, মুক্তিযোদ্ধা সন্তান, কর্মজীবি, বিধবাসহ ৫ নারীকে স্বাবলম্বী করতে চান হবিগঞ্জ-সিলেট জেলা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
তাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ কর্তৃক মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়া ৫টি সেলাই মেশিন মুক্তিযোদ্ধা রাজিয়া খাতুন,মুক্তিযোদ্ধা সন্তান শামীমা আক্তার, বিধবা হাজেরা খাতুন, কর্মজীবি আনার কলি, এসিডদগ্ধ তাহমিনাদের মধ্যে একটি করে বিতরণ করেন এমপি কেয়া চৌধুরী।
এ সময় এমপি কেয়া চৌধুরী বলেন- বাড়ি বাড়ি কর্মসংস্থান তৈরী করতে এসব নারীদের মধ্যে সেলাই মেশিন দেয়ার চিন্তা করেছিলাম। আজ এ ওয়াদা পূরণ করতে পেরে আনন্দিত। আমি চাই তারা এ মেশিন দিয়ে নিজেদের স্বাবলম্বী করার সাথে অন্য নারীদেরকেও কর্মমুখী করে তুলবে। আমার বিশ্বাস তারা পারবে। তিনি বলেন- আমি বঙ্গবন্ধু সৈনিক। আর বঙ্গবন্ধু সৈনিকরা কোন কিছু ভয় পায় না। তাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূলের উন্নয়নে কাজ করছি।
এমপি কেয়া চৌধুরী বলেন- জননেত্রী শেখ হাসিনা সরকার বেকারদের কর্মসংস্থান তৈরী করে দিচ্ছে। তাই নেত্রীর কাছ থেকে নারীদের উন্নয়নে বরাদ্দ এনে দিয়েছি। তারা ঘরে বসে কর্মসংস্থান তৈরী করতে পারবে। তিনি বলেন- নিজেদের কর্মমূখী করার পাশাপাশি এলাকার অন্য বেকার নারীদের কর্মমুখী করে তুলতে হবে। এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা, বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।