বাহুবল প্রতিনিধি ঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার চিচিরকোট গ্রামে এক অগ্নিকাণ্ডে বাড়ী-ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিচিরকোট গ্রামের আব্দুল মন্নানের বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূ্ত্রে জানা যায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ঘরের সকল আসবাপত্র পুড়ে যায়। গৃহকর্তা আব্দুল মন্নান জানান, প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে।
উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।