প্রায় ২৩ ঘন্টা অভিযানের পর শিশুটি উদ্ধার হয়, ফায়ার সার্ভিস উদ্ধার করতে ব্যর্থ হওয়ায়, ঐ এলাকার জন সাধারন উদ্ধার কাজ শুরু করেন এবং তারা কিছু ক্ষনের মধ্যে সফল হন। পরিত্যক্ত নলকূপের পাইপের মধ্য থেকে জন মাধ্যমের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়। শিশু জিহাদকে চিকিৎসক ড.নিয়াজ মুর্শেদ মৃত ঘোষনা করনে।