নিজস্ব প্রতিনিধি:হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে মধ্যরাতে রাস্তায় গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।
ডাকতরা স্বর্ণালংকার সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের প্রহারে লিটন মিয়া (৫০) মকবুল মিয়া (৪৫), সুলতানা বেগম (৩৫), গাড়ি চালক ওয়াহিদ মিয়া (৩৫) আহত হয়।
আহত অবস্থায় স্থানীয় লোকজন ও পুলিশ তাদেরকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসে।
আহত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১ টা থেকে ১২ টা পর্যন্ত চা বাগানে রাস্তায় গাছ ফেলে একদল মুখোশদারি ডাকাতরা বেশ কয়েকটি গাড়ি আটকিয়ে ডাকাতি করে।
এসময় কিশোরগঞ্জ থেকে আসা একটি মিনি ট্রাকের ধান ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্ধলক্ষাধিক টাকা ও অপর একটি গাড়ি থেকে যাত্রীদের মারধোর করে স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে মাধবপুরের এসআই আব্দুস শহিদ ও চুনারুঘাট থানার এসআই জাহিদ মিয়াসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আহত যাত্রীদের অভিযোগ, ওই বাগানের পাহারাদার জামাল মিয়ার সহযোগীতায় ডাকাতরা এ ডাকাতি করে।