চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উত্তর আমকান্দি এলাকার চেরাগ আলী সড়ক থেকে ৩০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এস আই সুদ্বীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃত হলো, ওই উপজেলার নয়নী বনগাও গ্রামের মোঃ আব্দুল আওয়াল এর পুত্র মোঃ তাহের (২৭) ও একই উপজেলার উত্তর আমকান্দি গ্রামের মৃত আব্দুল নুরের পুত্র মুন্না মিয়া (২২)।
ডিবি পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আটক মোঃ তাহের অপর একটি মাদক মামলার পলাতক আসামী।