নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার বাগুনিপাড়া গ্রামে বিয়ের প্রলোভন দিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক কাওছার আহমেদ (২০) কে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ওই ছাত্রীর পিতা সাবেক পুলিশ সদস্য নুর হোসেন বাদি হয়ে একটি মামলা করেছেন।
বুধবার বিকেলে কাওছারকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ
দিকে ওই স্কুল ছাত্রীর মেডিকেল পরীক্ষা শেষে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এমএস হুমায়ুন কবীরের আদালতে প্রেরণ করলে ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ শেষে পিতার জিম্মায় মুক্তি দেন।
উল্লেখ্য, চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল লতিফের পুত্র কাওছারের সাথে হবিগঞ্জ সদর উপজেলার বাগুনিপাড়া গ্রামের সাবেক পুলিশ সদস্য নুর হোসেনের কন্যা শায়েস্তাগঞ্জ গালর্স স্কুলের এসএসসি পরীক্ষার্থী পারভিন আক্তার (১৬) এর সাথে কাওছারের রং নম্বরের সূত্রে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। কাওছার তাকে বিয়ের প্রলোভনে শ্রীমঙ্গল, সাতছড়ি, শাহজীবাজারসহ বিভিন্নস্থানে নিয়ে গিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে।
গত সোমবার রাতে কাওছার পারভিনের বাড়িতে আসে এবং ফের শারিরীক সর্ম্পক স্থাপনের চেষ্ঠা করলে পারভিন চিৎকার শুরু করে। এসময় তার পরিবারের লোকজন এসে কাওছারকে আটক করে সালিসে উপস্থিত করে। কিন্তু সেখানে বিষয়টি সমাধান না হওয়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।