আব্দুল হক, মার্সি সাইড (যুক্তরাজ্য)থেকে :
যুক্তরাজ্যস্থ লিভারপুল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখরুল আলম এর পুত্র মাহদি আলম এর ৪র্থ জন্মবার্ষিকী উপলক্ষে ফেইসবুকে ‘এসো কার্ড বানাই’ একটি প্রতিযোগীতায় অংশ গ্রহন করে ‘সেরা ওয়ান’ নির্বাচিত হয়েছেন তাসলিমা চৌধুরী রুনা।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমীরাত সহ বাংলাদেশের বিভিন্ন জেলার লোকজন এতে অংশ গ্রহন করেন। মাত্র ৫ দিনের ব্যাবধানে ব্যাপক সাড়া মেলে এ প্রতিযোগীতায় প্রায় শতাধিক কার্ড জমা হয়।
অবশেষে গত মঙ্গলবার লিভারপুল বাংলা প্রেসক্লাবের সভাপতি শেখ ছুরত মিয়া আছাব, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রকিব, সাবেক সভাপতি এডভোকেট হুমায়ন কবির সৈকত, বাবুল মল্লিক, জালাল উদ্দিন রুমি সহ ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি বসে সব কার্ড বেছে ৬টি সেরা কার্ড নির্বাচন করেন।
এই ৬টি কার্ড থেকে পূনরায় ফেইসবুকের মাধ্যমে ‘সেরা ওয়ান’ নির্বাচিত হন তাসলিমা চৌধুরী রুনা।
এ প্রতিযোগীতার পুরষ্কার ইংল্যান্ড থেকে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের মাধ্যমে বিজয়ীর হাতে পৌছে দেয়া হবে। সকলের কাছে এটি একটি ব্যাতিক্রধর্মী প্রতিযোগীতা বলে মনে হয়েছে।