চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা ঃ
হবিগঞ্জের চুনারুঘাটে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরধরে চা শ্রমিকদের হামলায় পার্শ্ববর্তী গ্রামবাসীর ৮টি বাড়ি-ঘর ভাংচুর করেছে ডুলনা চা বাগানের শ্রমিকরা। এ সময় উত্তেজিত চা শ্রমিকরা গ্রামবাসীর বাড়ি-ঘরে লুটপাটও চালায়। এ নিয়ে গ্রামবাসী ও চা শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৭টায় উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ডুলনা চা বাগানের চা শ্রমিক বিষু মুন্ডা, নন্ডু মুন্ডা, বিষ্ণু মুন্ডার কাছে পার্শ্ববর্তী হাপ্টার হাওর গ্রামের আব্দুল হামিদের ছেলে তার পাওনা ২০ হাজার টাকা চা শ্রমিকদের কাছে ফেরত চাইতে গেলে দু’পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে চা শ্রমিক নেতা যুবরাজ ঝড়ার নেতৃত্বে শত শত চা শ্রমিক পাগলা ঘণ্টা বাজিয়ে হাপ্টার হাওর গ্রামে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ৮টি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট চালায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লক্ষ টাকা হবে বলে গ্রামবাসীরা জানান।
চা শ্রমিকদের পুনরায় হামলার ভয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত হাপ্টার হাওর গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনার দিন রাত ৮টায় চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ও গুইবিল বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ নিয়ে গ্রামবাসী ও চা শ্রমিকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী ও আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুলাল ভুইয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।