চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি এলাকায় ১৮ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ৩ যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার (০৫ আক্টোবর) রাত ৯টায় তাদেরকে আটক করা হয়।
জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এস আই সুদ্বীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ সাটিয়াজুরিতে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ ৩ যুবককে আটক করে।
আটককৃতরা হল, উপজেলার নয়নী বনগাও গ্রামের আব্দুর রউফের পুত্র মামুন মিয়া (২০), একই উপজেলার হলদিউড়া গ্রামের আলতাব আলীর পুত্র নুর আলম (১৮) ও হাতুন্ডা গ্রামের শহীদ মিয়ার পুত্র মোঃ আরিফ।
ডিবি পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।