বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :
যুক্তরাজ্য প্রবাসী, শ্রমিক নেতা, সরুয়ালা ননকী পাড়া নিবাসী তোরণ আলীর দাফন গতকাল সোমবার বেলা আড়াই টায় স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় যুক্তরাজ্য থেকে মরহুম তোরণ আলীর লাশ গ্রামের বাড়িতে এসে পৌছায়। লাশ বাড়িতে আসার খবর পেয়ে সকাল থেকে বিএনপির নিবেদীত প্রাণ, শ্রমিক নেতা তোরণ আলীকে এক নজর দেখতে বাড়িতে ভিড় করেন বিপুল সংখ্যক লোকজন। বেলা আড়াইটায় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর লন্ডন সময় বিকেল ৫টায় যুক্তরাজ্যের মানচেস্টার শহরের লং সাইড এলাকায় তোরণ আলী ইন্তেকাল করেন।
যুক্তরাজ্য থেকে লাশ দেশে পাঠানোর জন্য যারা সহযোগিতা করেছেন দেশ ও বিদেশের সবার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন মরহুমের বড় ভাই আরব আমিরাত প্রবাসী মো. সেলিম মিয়া। তিনি তাঁর ছোট ভাই তোরণ আলীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।