চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দুবাড়ীয়া গ্রামে সোমবার দুপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দু পক্ষের সংর্ঘষে মহিলা সহ ২৫ জন আহত হয়েছে।
গুরুতর আহতদের চুনারুঘাট ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ৩ জনকে আটক করে।
পুলিশ, স্থানীয় এলাকাবাসী ও আহত সূত্রে জানা যায়, উপজেলার শানখলা ইউনিয়নের দুবাড়ীয়া গ্রামের তাজু মিয়া ও আব্দুল খালেক গংদের মধ্যে পূর্ব বিরোধ নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছিল।
এরই জের ধরে সোমবার দুপুরে আব্দুল খালেক সহ দলবল মিলে প্রতিপক্ষ তাজু মিয়ার বাড়ীতে হামলা করলে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে। প্রায় ঘন্টা ব্যাপী স্থায়ী এ সংর্ঘষে মহিলা সহ ২৫ জন আহত হয়।
গুরুতর আহত তাজু মিয়া (৭৫), ভিংরাজ মিয়া (৫৫), আব্দুল কাইয়ূম (৭৫), আব্দুল কাদির (৮০), ছপিনা (৩৫), এংরাজ মিয়া, (৩৫), মারাজ মিয়া (২৫), ফুল জান (৩০), জরিনা (৭০), হাফিজ মিয়া (২০), সাহেদ (৩০), হেলিম (৩০), সেলিম মিয়া (৩৫)কে চুনারুঘাট ও হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে চুনারুঘাট থানার দারোগা হারুনুর রশিদ সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনার সাথে জড়িত হেলিম মিয়া, সেলিম মিয়া ও এংরাজ মিয়া নামে উভয় পক্ষের ৩ জনকে আটক করে।
এ রির্পোট লেখা পর্যন্ত এ ব্যপারে মামলার প্রস্তুতি চলছিল।